রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য সমঝোতা
অনলাইন দেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মিয়ানমারের রাজধানী নেপিডোতে এই সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ও মিয়ানমারের পক্ষে মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী চ টিন্ট সোয়ে সাক্ষর করেন। মিয়ানমারের স্টেট কাউন্সিল অফিসে এই সমঝোতা হয়।
চুক্তিটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। চুক্তি স্বাক্ষরের পর এ এইচ এম মাহমুদ আলী জানান, এটি প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রথম ধাপ। পর্যায়ক্রমে চুক্তিটি বাস্তবায়ন করা হবে। দেশে ফিরে চুক্তির বিস্তারিত জানাবেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য ২৫শে আগস্ট রাখাইনে সহিংস্রতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় লক্ষ রোহিঙ্গা নারী-পুরুষ প্রান বাঁচাতে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এর আগেও কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সব মিলিয়ে এখন দশ লক্ষের বেশী রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে।