মিয়ানমারে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন রেক্স টিলারসন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন বলে জানিয়েছেন। আর মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে হত্যা-নির্যাতন চালিয়েছে তাকে তিনি প্রথমবারের মত ‘এথনিক ক্লিনসিং’ বা জাতিগত নিধন বলে বর্ণনা করেছেন। এই জাতিগত নিধনে যারা দায়ী তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্টভাবে কিছু নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে বলে তিনি জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে আরো বলেছেন, ‘আমাদের হাতে যা তথ্য এসেছে তা খতিয়ে দেখে ও গভীরভাবে বিশ্লেষণ করলেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উত্তর রাখাইন প্রদেশের পরিস্থিতি রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা জাতিগত নিধনযজ্ঞ ছাড়া আর কিছুই নয়।’ অতি সম্প্রতি মার্কিন সিনেটর জেফ মার্কলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিয়ানমার ও বাংলাদেশে সফর করেছেন। তারা বলেছেন, রোহিঙ্গাদের কাছ থেকে তারা খুন, ধর্ষন ও নির্যাতনের যে বর্ননা শুনেছেন তাতে তারা বিচলিত হয়েছেন। সূত্রঃবিবিসি