ঢাকা-কলিকাতা মৈত্রী ট্রেনের ভাড়া বৃদ্ধি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা-কলিকাতা মৈত্রী ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আগামী ৮ই ডিসেম্বর থেকে এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে। কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনের কেবিন ভাড়া বর্তমানে ২ হাজার ৩৮৬ টাকা। এসি চেয়ার কোচের ভাড়া ১ হাজার ৬৩২ টাকা। এই ভাড়া বাড়ছে কমপক্ষে ৫০ শতাংশ। ৮ই ডিসেম্বর থেকে কেবিন ভাড়া হবে ২৫২২ টাকা। ৩৭৮ টাকা ভ্যাট ও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ যা দাড়াবে ৩৪০০ টাকা। অপরদিকে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ এসি চেয়ার কোচের ভাড়া হবে ২৫০০ টাকা।

ঢাকা হইতে কলিকাতা রেলপথে দূরত্ব ৫৩৮ কিলোমিটার। ঢাকা উভয় দেশের যাত্রীদের জন্য ট্রাভেল ট্যাক্স ধার্য করলেও ভারত এখনো কোন ট্রাভেল ট্যাক্স ধার্য করেনি। উভয় দেশের রেল কর্তৃপক্ষ এই সার্ভিসের মাধ্যমে লাভবান হচ্ছে। ইতিমধ্যই মৈত্রী ট্রেন সার্ভিস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে ৫৫৬টি আসন রয়েছে। সবগুলি টিকিটই বিক্রি হয়ে যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে আগেই টিকেট কাটতে হয়।

আগে সীমান্তে ইমিগ্রেশন ও কাষ্টম চেক করা হইত। তাতে অনেক সময় লাগতো। বর্তমানে উভয় দেশের প্রান্তিক স্টেশনে ইমিগ্রেশন ও কাষ্টমের কাজ শেষ করা হয় বলে সময় অনেক কম লাগে। আগে ঢাকা থেকে মৈত্রী ট্রেনে করে কলিকাতা যেতে সময় লাগতো ১১ ঘন্টা। বর্তমানে লাগে মাত্র ৮ ঘন্টা সময়। বর্তমানে প্রতি রবি, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে কলকাতায় ছুটছে মৈত্রী ট্রেনটি। ইতিমধ্যই যাত্রীরা দাবী করছে প্রতিদিনই ট্রেনটি চালানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *