১১ জন ক্রু নিয়ে মার্কিন নৌবাহিনীর একটি বিমান জাপান উপকূলে বিধ্বস্ত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন নৌবাহিনীর একটি বিমান জাপান উপকূলে বিধ্বস্ত হয়েছে। দূর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি মার্কিন নৌবাহিনী। বিমানটিতে আরোহী ও ক্রুদের তথ্যও গোপন রাখা হয়েছে। জাপানের স্থানীয় সময় বুধবার ২ঃ৪৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমানটি ফিলিপাইন সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানের বহরে যুক্ত ছিলো। এতে মোট ১১ জন ক্রু ছিলো। এদের মধ্য ইতিমধ্য ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকী ৩ জনকে উদ্ধারে জাপান নৌবাহিনী ও ইউএসএস রিগ্যানের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া আর বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। সূত্রঃ দ্যা ওয়াসিংটন পোষ্ট।