রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম হচ্ছে ৫০টি নবজাতক , উদ্বিগ্ন সরকার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৫০টি শিশু। জন্মের এই হারে সরকার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। জন্মহার এভাবে বাড়তে থাকলে অচিরেই সেখানে জনসংখ্যা বিস্ফোরন ঘটবে বলে সরকার আশস্কা প্রকাশ করছে। গত দুই মাসে রোহিঙ্গা শিবিরে জন্ম নিয়েছে ছয় হাজার শিশু। এই সময়ের মধ্য প্রসূতির সংখ্যা বেড়েছে ৫ হাজার। গত অক্টোবরে এ সংখ্যা ছিল ত্রিশ হাজার। যা বর্তমানে দাড়িয়েছে পয়ত্রিশ হাজারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম জানান, রোহিঙ্গা ক্যাম্পে যে হারে শিশু জন্ম নিচ্ছে তাতে সরকার বেশ উদ্বিগ্ন। জন্মহার নিয়ন্ত্রণে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অপরদিকে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো ধারণাই নেই। তাই বিষটি আরো জটিল হয়ে পড়েছে। স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা নারী ও পুরুষ কেউই জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে কোনো ধারণা রাখে না। তাই অতি দ্রুত জন্ম নিয়ন্ত্রনের কার্যকরী ব্যবস্থা না নিলে সরকার ও রোহিঙ্গা উভয়ের জন্যই এটি একটি বিরাট সমস্যা হিসাবে দেখা দিবে।

Leave a Reply

Your email address will not be published.