টাইপিষ্ট থেকে ফাস্টলেডি বনে যাওয়া কে এই গ্রেস মোগাবে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জিম্বাবুয়ের স্টেট হাউজে সাধারন টাইপিষ্টের চাকুরী করতেন গ্রেস মোগাবে। টাইপিষ্ট থেকে তিনি হন জিম্বাবুয়ের ফাস্টলেডি। তিনি জিম্বাবুয়ের সদ্য পদত্যগী প্রেসিডেন্ট রবার্ট মোগাবের স্ত্রী গ্রেস মোগাবে। তিনি মোগাবেকে প্রেম করে বিয়ে করেন ১৯৯৬ সালে। তারপরই হয়ে যান ফাস্টলেডি। রবার্ট মোগাবের থেকে গ্রেস মোগাবে ৪১ বছরের ছোট। অবশ্য মোগাবের প্রথম স্ত্রী মারা যান ৯২ সালে। আর ৯৬ সালে এক জাকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন প্রেম করার পর তিনি গ্রেস মোগাবেকে বিয়ে করেন।

গ্রেস মোগাবে অত্যান্ত বিলাসী জীবন যাপন করতেন। তিনি অনেক ক্ষমতার অপব্যবহারও করেছেন। সেদেশের জনগন এ কারনে গ্রেস মোগাবেকে পছন্দ করতেন না। নামে বেনামে তার অনেক সম্পদ রয়েছে। ২০১৪ সালে তাকে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির মহিলা শাখার প্রধান করা হয়। শেষমেষ তাকে জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করেন রবার্ট মোগাবে। আর তখন থেকেই শুরু হয় বিপত্তি। আর তা শেষ হয় রবার্ট মোগাবের পদত্যগের মধ্য দিয়ে। আর সেই সাথে গ্রেস মোগাবেও তার ফাস্টলেডি খেতাব হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *