বাংলাদেশ ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন

নতুন একজন বিদেশী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য জানিয়েছেন। আগামী জানুয়ারীতে শ্রীলংকা সিরিজ শুরু হওয়ার আগে যদি কোন বিদেশী কোচ না পাওয়া যায় তাহলে সুজনই কোচের দায়িত্ব পালন করবেন বলে নাজমুল হাসান পাপন জানিয়েছেন।
দক্ষিন আফ্রিকা সিরিজে টাইগারদের ভরাডুবির পর বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহা পদত্যগ করেন। অনেকদিন থেকেই তার সাক্ষাৎ পাচ্ছেন না ক্রিকেট বুদ্ধারা। কিছুদিন আগে ক্রিকইনফোতে খবর বেড়িয়ে ছিল, হাথুরুসিংহা পদত্যগ পত্র জমা দিয়েছেন। বিসিবির পক্ষ থেকে তা স্বীকার বা অস্বীকার কোনটিই করা হয়নি তখন। শুনা যাচ্ছিল তার স্বদেশী শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার ডাক পাওয়ায় তিনি বাংলাদেশ দলের কোচের পদ থেকে পদত্যগ করেছেন।