ঢাকায় চালু হয়েছে দেশের প্রথম রোবট রেস্তুরা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় রাজধানীর আসাদগেটে চালু হয়েছে দেশের প্রথম রোবট রেস্তুরা। বুধবার আসাদগেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এই রেস্তোরাঁর উদ্বোধন হয়।
এই রোবট ঘুরে ঘুরে গ্রাহকদের কাছে যায়, গ্রাহকদের সাথে কথা বলে, তাদের পছন্দের খাবারের অর্ডার নেয়। আবার গ্রাহক চাইলে রোবটের পিঠে থাকা মনিটরে নিজেদের পছন্দসই খাবারের অর্ডার দিতে পারেন। খাবারের অর্ডার নিয়ে রোবর্ট চলে যায় কিচেনে। সেখানে সেফ অর্ডারগুলি বুঝে নিয়ে দ্রুত খাবার তৈরী করে দিলে রোবর্ট তা গ্রাহকদের টেবিলে পৌছে দেয়। রোবটের এই সা্র্ভিসে গ্রাহকরা বেশ তুষ্ট। এই সার্ভিসে শিশু-কিশোররা বেশ রোমাঞ্চিত হন। শক্তিশালী ওয়াই ফাইয়ের মাধ্যমে রোবটটি কাজ করে।