সকাল থেকেই দলে দলে মানুষ ছুটছে সোহরাওয়ারদী উদ্যানে আজকের জনসভারদিকে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ ঐতিহাসিক সোহরাওয়ারদী উদ্যানে আওয়ামীলীগের নেতৃত্বে নাগরিক সভার আয়োজন করা হয়েছে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিয্যের অংশ হিসাবে স্বীকৃতী দেওয়ায় এ নাগরিক সভার আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই দলেদলে মানুষ সোহরাওয়ারদী উদ্যানের জনসভারদিকে ছুটছে। তাদের সাথে রয়েছে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড। মানুষ ধারনা করছে আজকের এই নাগরিক সভা এক বিশাল জনসভায় রুপ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নাগরিক সভার প্রধান অথিতি। উল্লেখ্য বাঙ্গালী জাতির ক্লান্তিলগ্নে ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মজিবর রহমান এই ঐতিহাসিক ভাষন দিয়েছিলেন। এই ভাষনে তিনি বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”। তারপরই এদেশের মানুষ ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে।