রাজশাহী ইউনিভার্সিটির অপহৃত ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

গত বৃহস্পতিবার রাজশাহী ইউনিভার্সিটি থেকে অপহৃত ছাত্রীকে আজ রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ওইদিন সকাল বেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সামনে থেকে কয়েকজন যুবক জোড়পূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে অপহরন করা হলে তার সহপাঠীসহ ইউনিভার্সিটির মেয়েরা ভিসি ভবন ঘেরাও করে অনতিবিলম্বে উদ্ধারের দাবী জানিয়ে আন্দোলন শরু করে।

অপহৃতা রাজশাহী ভার্সিটির তাপসী রাবেয়া হলের আবাসিক ছাত্রী। বাংলা শেষবর্ষের পরীক্ষা দিতে যাওয়ার সময় সহপাঠীদের সামনে থেকে তাকে অপহরন করা হয়। অপহৃত ছাত্রীর আগে বিয়ে হয়েছিল। পরে সে তার স্বামী সোহেল রানাকে তালাক দেয়। সোহেল রানার বাবা জয়নাল আবেদিনকে নওগা থেকে গ্রেপ্তার করা হয়। মোবাইল ট্রেকিং এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ডিএমপির সহযোগিতায় আরএমপি আজ দুপুরে তাকে ঢাকা থেকে উদ্ধার করে। এই সময় তার সাবেক স্বামী সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *