খালেদা জিয়া বলেন যতই মামলায় জর্জরিত হচ্ছি ততই জনগনের সমর্থন পাচ্ছি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, সরকার আমাকে যতই মামলায় জর্জরিত করছে ততই জনগনের সহানুভুতি আমার প্রতি বাড়ছে। তিনি বলেন সরকার প্রতিহিংসার বশবতী হয়ে আমার বিরুদ্ধে ৩৬টি ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করেছে।

(ফাইল ফটো)
বেগম জিয়া আজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্নপক্ষ সমর্থন করতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন এই সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে করা দূর্নীতি মামলাগুলি তুলে নিয়েছে। অথচ আমার বিরুদ্ধে মামলাগুলি সচল রেখেছে।
সকাল পৌনে ১১টায় গুলশান থেকে রওনা দিয়ে ১১টা ৪০মিনিটে তিনি বকশীবাজারে স্থাপিত এজলাসে পৌছেন। বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বক্তব্য উপস্থাপন করেন তিনি। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক।