তেলের ড্রামে করে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফে রোহিঙ্গা কিশোর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নবী নামের ১২ বছরের এক রোহিঙ্গা কিশোর টেকনাফে আসবে বলে মনোস্থির করে। তাদের গ্রামটি মিয়ানমারের সেনাবাহিনী আগেই পুড়িয়ে দিয়েছে। তারপর তার পরিবার সীমান্তবর্তী অন্য একটি স্থানে অনাহারে/অর্ধাহারে দিন কাটাচ্ছে। দুবেলা রোহিঙ্গা ক্যাম্পে ক্ষেতে পারবে এ আশায় সে টেকনাফে আসবে। বাবা-মাকে সে রাজি করায়।
তারপর ২৫ জন কিশোরের একটি দল অভিযানে বেড়িয়ে পড়ে। এরা তিনটি দলে বিভক্ত হয়ে একে অপরের কোমরের সাথে রশি বাধে। তার পর শুরু সাতার কাটা। কিন্তু নবী সাতার জানে না। সে জন্য ভেসে থাকার জন্য সে একটা তেলের ড্রাম ব্যবহার করে। অবশেষে অন্যদের সাথে সেও নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে আসে।