এসকে সিনহার পদত্যগের মধ্য দিয়ে সরকার পতনের নীল নক্সা ব্যর্থ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে বিচারাঙ্গনে নানা প্রশ্ন রেখে প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যগ করেছেন। তার পদত্যগপত্র রাষ্ট্রপতি গ্রহন করেছেন। তবে সরকার বিরোধী অংশ তার এই পদত্যগে হতাশ হয়ে পড়েছে। সরকার বিরোধীরা প্রধান বিচারপতি এসকে সিনহাকে কেন্দ্রে রেখে সরকার পতনের নানা ছক একেছিল।

বিগত ১ বছর যাবৎ এসকে সিনহা বিভিন্ন সুধী সমাবেশে হাজির হয়ে মনগরা নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। তার এইসব বক্তব্য দীর্ঘদিন পর্যবেক্ষন করে তাকে ঢালাওভাবে এইসব বক্তব্য দিতে নিশেধ করা হয় সরকারের পক্ষ থেকে। সুশীল সমাজ থেকেও তার এইসব রাজনৈতিক বক্তব্য নিয়ে কড়া সমালোচনা হয়েছে। অতীতে এর আগে কখনোই প্রধান বিচারপতিরা এ জাতীয় রাজনৈতিক বক্তব্য প্রধান করেন নাই। তার এসব বক্তব্যে সরকার বিব্রত অবস্থায় পড়ে। তবে সরকার বিরোধীরা এসব বক্তব্য লুফে নিয়ে সরকারের বিরুদ্ধে নানা রকম কটোক্তি করতে থাকে।

প্রথম তার বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি শীর্ষ যুদ্ধপরাধীদের চূড়ান্ত রায় জুলিয়ে রেখে বিদেশ যেতে চেয়েছিলেন। সরকার বিরোধীরা আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এসকে সিনহাকে রাষ্ট্রপতি বানানো হবে এমন আশ্বাস দিয়েছেন এমন কথাও শুনা যাচ্ছিল। এনিয়ে তখন বিস্তর লেখালেখিও হয়েছিল। যা হউক সরকারের চাপে তখন আর এসকে সিনহা বিদেশ যাননি। পরবর্তী সময়ে এসকে সিনহা নানা সমাবেশে বলতেন বিচার বিভাগ নাকি স্বাধীন না। বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে এমনই নানা রকম বক্তব্য বিরোধিদল (বিএনপি ও তার মিত্র) লুফে নিয়ে সরকারের সমালোচনায় মুখর হয়ে উঠে।

সবশেষে এসকে সিনহা ষোড়শ সংশোধনীর বাতিল করে দিয়ে তাতে নানা রকম পর্যবেক্ষন দেন। তাতে তিনি রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক এমন কি ইতিহাস নিয়েও কথা বলেন যা রায়ের সাথে সংশ্লিষ্ট না। এ রায়ে বিরোধীদল বেশ উৎফল্ল বোদ করে। আর তাতে সরকার পড়ে বিব্রত অবস্থায়। উল্লেখ্য এই ষোড়শ সংশোধনী করেছিল বর্তমান সংসদই।

শেষমেশ  সরকার বিরোধী শিবিরে শুনা যাচ্ছিল বর্তমান সংসদ ও সরকার অবৈধ এমন একটা রায় আসবে এসকে সিনহার মাধ্যমে। আর এ লক্ষ্যে নীল নকশা অনেক বিস্তার লাভ করেছিল। তাতে দেশে তৈরী হবে বিশৃঙ্খলা। আর ক্ষমতায় চলে আসবে তৃতীয় শক্তি। খালেদা জিয়া বেঁচে যাবেন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের আসন্ন সাঁজা থেকে। তবে বিএনপির এ আশা নিরাশায় পরিনীত হল এসকে সিনহার ঘটনা বহুল পদত্যগের মধ্য দিয়ে।

 

Leave a Reply

Your email address will not be published.