জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরা করার আবেদন আপিলে খারিজ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার সাক্ষীদের পুনরায় জেরা করার জন্য বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ তা খারিজ করে দেয়।
উল্লেখ্য গত ২২শে অক্টোবর জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার ১১ জন সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্ট তা খারিজ করে দিলে খালেদা জিয়া সুপ্রিম কোর্টে আপিল করেন। আজ সুপ্রিম কোর্টও তা খারিজ করে দিয়েছে। মামলাটি বিচারিক আদালতে শুনানীর শেষ পর্য়ায়ে রয়েছে।