নরসিংদী রেল স্টেশনের জমি দখলের মহোৎসব চলছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদী রেল স্টেশনের আশেপাশের সরকারী জমি দখলের মহোৎসব চলছে। রেলের উভয় পাশে, স্টেশনের পূর্ব-পশ্চিম দুই সাইডেই রেলের জমি, পুকুর ও খাল রয়েছে। অনেকদিন থেকেই এগুলি দখলে নিয়ে নানা ধরনের স্থাপনা তৈরীর কাজ চলছে। রেল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে দৃশ্যমান তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না।

খাল ও পুকুরগুলি্র অধিকাংশ ইতিমধ্যই ভরাট করে ফেলা হয়েছে। আশেপাশের বিভিন্ন শাখা নদীতে ড্রেসার বসিয়ে ভরাটের কাজ চলছে। দখলকৃত পুকুর, খাল কিংবা ডুবার পাশেই রয়েছে পরিবেশ অধিদপ্তরের অফিস। পরিবেশ অধিদপ্তরও এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে কোর্ট-কাছাড়ী এলাকার বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published.