সরকারকে গন অভ্যুথানের ভয় দেখাচ্ছেন বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী
মতামত ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের দুঃশাসনে দেশবাসী অতিষ্ট হয়ে পড়েছে। জনগন যে কোন সময় গন অভ্যুথানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে। এমনই আস্থা ও ধীরবিশ্বাস তার। এরকম হলে তো বলাই যায়, আন্দোলন না করে কিংবা সরকারকে গন অভ্যুথানের মাধ্যমে না হটিয়ে নির্বাচনের মাধ্যমে হটালেই তো ভাল। জনগন তখন আপনাদেরকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবে।
তাতে বিনা রক্তপাতে জনগনের ভোট বিল্পবের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসতে পারবেন। জনগন যদি গনভ্যুথানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারে তা হলে তো তারা ব্যালটের মাধমে সরকারকে পরাজিত করতে পারে। আর রিজভী সাহেব আপনি তো জানেনই জনগন আপনাদের পক্ষে আছে। তাহলে তো জনগন আশা করতেই পারে আগামী নির্বাচনে আপনারা যাবেন। বিপুল ভোটে জিতে আপনারা সরকার গঠন করবেন। তা হলে আর তত্বাবদায়ক সরকার কিংবা সহায়ক সরকার এসব নিয়ে আর সময় নষ্ট করে লাভ কি?