পৃথিবীর আয়ু আর মাত্র ৬০০ বছর-স্টিফেন হকিং
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বর্তমান বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং জানিয়েছেন, পৃথিবী নাকি আর মাত্র ৬০০ বছর টিকে থাকতে পারবে। ৬০০ বছর পরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে এমন হবে যে পৃথিবী একটা অগ্নিগর্ভে পরিনত হবে। তখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পরবে এ পৃথিবী। জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পাওয়ার কারনে পৃথিবীতে অধিক পরিমানের শক্তি ব্যবহৃত হওয়ায় পৃথিবীর তাপমাত্রা দ্রুত বেড়ে যাচ্ছে। এবং ৬০০ বছর পরে তা এমন পর্যায়ে পৌছাবে যে পৃথিবীতে আর মানুষ বসবাস করতে পারবে না। তাই পৃথিবী ছেড়ে অন্য কোথাও না যেতে পারলে মানব সভ্যতা বিলিন হয়ে যাবে।
হকিং বলেছেন, দ্রুত পৃথিবীর বিকল্প স্থান খোজার জন্য। অতি দ্রুতগতির বিমানে মানুষ মঙ্গলগ্রহে যেতে পারবে। যদি কোন বিমান আলোর গতির সমানে চলতে পারে তাহলে সেই বিমানে মঙ্গলগ্রহে যেতে সময় লাগবে এক ঘন্টার কম। আর প্লোটোতে যেতে সময় লাগবে ২০ ঘন্টার মত। তবে বিমানের গতি হতে হবে আলোর গতির সমান অর্থাৎ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল। তিনি ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগ করতে আহবান করেছেন। বাস্তবে এরকম গতির বিমান বানানো সম্ভব কিনা তা ভাবার বিষয়।