বরিশালে জন্মপুঞ্জি খোজে পেলেন পশ্চিমবঙ্গের স্পীকার বিমান বাবু

বিডি খবর ৩৬৫ ডটকম

শিশুকালের স্মৃতি ধারন করে পশ্চিমবঙ্গের লোকসভার স্পীকার বিমান বাবু তার পৈত্রিক বাড়ির খোজে ছুটে গেলেন বরিশালে। তিনি সিপিএ সম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন। তার পৈত্রিক ভিটা বরিশালে ব্রজমোহন কলেজের আশেপাশে।

১৯৪৭ সালের দেশ বিভাগের পরেই তার পিতা পূর্ব পাকিস্তান ছেড়ে কলিকাতায় চলে যান। ৬৭ বছর আগের ঘটনা। তখন তিনি নিতান্তই শিশু ছিলেন। তার স্মৃতিতে শুধু ঐতিয্যবাহী ব্রজমোহন কলেজের কথাই মনে আছে। আর তার পাশেই তা্র পৈত্রিক বাড়ি। কলেজের উলটো পাশের বাড়িটি হয়ত হবে। ওই বাড়িতে প্রবেশ করে শিশুকালের স্মৃতির সাথে তা মিলাতে পারেননি। তিনি মায়ের কাছে শুনেছিলেন, ডগলাস বোর্ডিং নার্সিংহোমে তাঁর জন্ম হয়েছিল। বরিশালের জীবনানন্দ দাশ সড়কের সেই ছোট্ট বেসরকারি হাসপাতালটির নাম পরিবর্তিত হয়ে এখন ‘সেন্ট অ্যানস মেডিক্যাল সেন্টার’। জন্মতারিখ জানা থাকাতে খুঁজে পাওয়া গেল বিমানবাবুর জন্মপঞ্জি। তুলে নেন তার ছবি। পেশায় আইনজীবী বিমান বাবু বরিশাল আদালতেও গেলেন। সেখানে প্র্যাকটিস করতেন তাঁর বাবা-কাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *