দিলদার আহমেদ সেলিমসহ আপন জুয়েলার্সের ৩ মালিকের রিমান্ড চলছে
স্বর্ন চোরাচালান মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমসহ তিন মালিকের রিমান্ড চলছে। অন্য দুজন হলেন গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। দিলদার আহমেদ হলেন বনানীর রেইন ট্রি হোটেলে সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী সাফাত আহমেদের বাবা।
এর আগে ২রা অক্টোবর শুল্ক গোয়েন্দা বিভাগের আবেদনে সিএমএম আদালত তাদের ১দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য স্বর্ন চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপন জুয়েলার্সের মৌচাক মার্কেট, গুলশান, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ৫ টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাচশ কেজি স্বর্ণ ও ডায়মন্ডের অলঙ্কার আটক করেছিল শুল্ক গোয়েন্দা্রা।