রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যার প্রধান আসামী জনি গ্রেপ্তার

রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার প্রধান আসামী আল আমীন ওরফে জনিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সকালে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনি আব্দুল করিমের তৃতীয় স্ত্রী মুক্তা বেগমের ভাই। ঘটনার পর আব্দুল করিম ও মুক্তা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নেয়।
উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ফ্লাটে ব্যবসায়ী আব্দুল করিমের প্রথম স্ত্রী সামসুন্নাহার করিম ছুরিকাঘাতে নিহত হয়। একই ফ্লোরের সিড়িতে তার ছেলে ও লেভেল পড়ুয়া সাজ্জাদুল ইসলাম শাওন একইভাবে নিহত হয়। ৬ মাস পূর্বে রাঙ্গামাটির একটি রিসোর্টে এই হত্যার পরিকল্পনা করে আব্দুল করিম ও তার ৩য় স্ত্রী মুক্তা বেগম। সেই অনুযায়ী জনি বৃহস্পতিবার সন্ধ্যায় সামসুন্নাহারকে গলাকেটে ও ছুড়িকাঘাত করে হত্যা করে। এই ঘটনা দেখে ফেলায় শাওনকেও ছুড়িকাঘাতে হত্যা করা হয়। এ সময় শাওনের সাথে দস্তাদস্তিতে জনিও জখম হয়।