মিয়ানমারের নেত্রী অং সান সূচির গ্লাসগো এওয়ার্ড কেড়ে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মিয়ানমারের নেত্রী অং সান সূচির গ্লাসগো ফ্রিডম অ্যাওয়ার্ড কেড়ে নেওয়া হয়েছে। ২০০৯ সালে সূচিকে এই পদকে সম্মানিত করেছিল যুক্তরাজ্যের গ্লাসগো সিটি। তখন তিনি মিয়ানমারের সামরিক জান্তার হাতে বন্দী ছিলেন। এই পদকটি কেড়ে নেওয়ার জন্য গ্লাসগো সিটি কাউন্সিল সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।

গত ২০শে আগস্টের পর থেকে কপ্লিত এক হামলার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর এক অমানুষিক নির্যাতন শুরু করে। রোহিঙ্গাদের বসবাস করা শত শত গ্রাম জালিয়ে দেয়। মিয়ানমারের সামরিক জান্তার আক্রমনে শত শত নারী, শিশু, পুরুষ প্রান হারায়। রোহিঙ্গা নারীদেরকে তাদের সন্তানের সামনে ধর্ষন করে গুলি করে মেরে ফেলে। শত শত নারী-পুরুষের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। এমনি অবস্থায় হাজার হাজার রোহিঙ্গা নারী -পুরুষ প্রান বাঁচাতে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহন করে।

সারা বিশ্ব থেকে মিয়ানমারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে। সেই সময়ে মিয়ানমারের নেত্রী নীরব ভুমিকা পালন করে অনেক ক্ষেত্রে সামরিক জান্তাকে এই বর্বর হামলায় সমর্থন করে। বিশ্ববাসী সূচির এই ভুমিকায় হতবাক হয়েছে। জাতিসংঘসহ অনেকে এই ঘটনাকে জাতিগত নিধন বলে আখ্যায়িত করছে। বিভিন্ন পর্যায় থেকে তার নোবেল প্রাইজ কেড়ে নিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রবেশ পথ থেকে তার একটি প্রতিকৃর্তি সরিয়ে ফেলা হয়। তারই ধারা বাহিকতায় যুক্তরাজ্যের গ্লাসগো সিটি সূচিকে দেওয়া সম্মান সূচক গ্লাসগো ফ্রিডম অ্যাওয়ার্ড পদকটি প্রত্যাহার করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *