শাকিব খানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক রিক্সাচালক

বিনোদন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

এ ঘটনাটি নেহায়েতই কাকতালীয়। তবুও এ ঘটনায় শাকিব খানের বিরুদ্ধে মামলা করেছেন ইজাজুল নামে এক রিক্সাচালক। কারন শাকিব খানের কারনেই ওই রিক্সাচালক চরম বিরম্বনায় পড়েছেন। প্রতিদিনই অসংখ্য মহিলা ফোন করে তার জীবন অতিষ্ট করে তুলছে। আর সে কারনেই রিক্সাওয়ালা শাকিব খানের বিরুদ্ধে ক্ষতিপূরনের মামলা করেছেন।

আসলে ঘটনাটি কি? আসুন জানা যাক। গত জুন মাসে ‘রাজনীতি’ নামের একটি সিনেমা মুক্তি পায়। তাতে শাকিব খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তিনি তার প্রেমিকাকে ফোন নাম্বার দেন। যা সিনেমাটির দর্শকরা জেনে যান। বাস্তবে এই নাম্বারটির মালিক ওই রিক্সাওয়ালা। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে শত শত মহিলা এ নাম্বারে ফোন করে শাকিব খান মনে করে রিক্সাওয়ালাকে জ্বালাতন করে। ফোনের জ্বালায় তিনি অতিষ্ট হয়ে উঠেছেন।  কিছুদিন আগে ওই রিক্সাওয়ালা বিয়ে করেছেন। তার একটি কন্যা সন্তানও আছে। এই ফোনের কারনে তার বৌও তাকে সন্দেহ করছে। তার ঘর ভাঙ্গার উপক্রম হয়েছে। আর বাধ্য হয়ে তিনি শাকিব খানের বিরুদ্ধে ক্ষতিপুরনের মামলা করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী এম এ মাজেদ।

Leave a Reply

Your email address will not be published.