অবশেষে রাখাইনে পুড়িয়ে দেওয়া গ্রামগুলি দেখতে এসেছেন সূচী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সূচী সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের দ্বারা পুড়িয়ে দেওয়া গ্রামগুলি দেখতে যাচ্ছেন। তিনি বর্তমানে রাখাইনের সিটুয়ে অবস্থান করছেন। তিনি রোহিঙ্গাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মংডু ও বুথিডং পরিদর্শন করবেন। সূচীর এক মুখপাত্র বিবিসিকে এ কথা জানিয়েছেন।
২৫শে অগাস্টের পর মায়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের আক্রমনে টিকতে না পেরে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নারী,পুরুষ, শিশু প্রানভয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে এসে আশ্রয় নেয়। মিয়ানমারের নেত্রী রাখাইনে গনহত্যা বন্ধ করতে কোন প্রদক্ষেপ না নেওয়ায় বিশ্ব নেতারা তার সমালোচনা করে আসছেন। এক পর্যায়ে তিনি নীরবতা ভঙ্গ করে তিনি বললেন, কি কারনে রোহিঙ্গারা সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে তা তিনি জানেন না।
সূচীর মুখপাত্র জানান বাংলাদেশের কারনে নাকি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ওই মুখপাত্র আরও দাবী করেন, রোহিঙ্গাদের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসছে। সে কারনেই বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে ঢিলেমী করছে।