৭ই মার্চের ভাষনকে ‘বিশ্বের স্মৃতি’ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনকে ‘বিশ্বের স্মৃতি’ হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো। প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা সোমবার এক বিজ্ঞপ্তিতে, ১৯৭১ সালের ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান যার নাম দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ঐতিহাসিক ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেন।
ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার আফসানা আইয়ুব বলেন, প্রতিবছরই ইউনেস্কোর পক্ষ থেকে অডিও ও ভিজ্যুয়াল রেকর্ডের জন্য বৈশ্বিক তালিকা করা হয়। মানব সভ্যতার ঐতিয্যগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে অডিও ও ভিডিও ফরমেটে রেকর্ড আহবান করা হয়। এবছর ৭৮টি দেশের ঐতিয্যবাহী ডকুমেন্টারী জমা পরে। এর মধ্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন অন্যতম।