বিমান নিয়ে নাশকতার পরিকল্পনাকারী পাইলটসহ ৪ জন গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ বিমানের একটি বিমান ছিনতাই করে নাশকতা করার পরিকল্পনাকারী পাইলট সাব্বিরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত সাব্বির বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার। রাজধানীর মিরপুরের দারুসসালামের বর্ধনবাড়ি এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায়, সাব্বির বাংলাদেশ বিমানের একটি বিমান নিয়ন্ত্রনে নিয়ে তা দিয়ে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনায় হামলা করার পরিকল্পনা করেছিল। এটি ব্যর্থ হলে বিমান নিয়ন্ত্রনে নিয়ে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে যাওয়ার কথা ছিল। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান জানান, সাব্বির জেএমবি সদস্য ও নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী । গ্রেফতারকৃত অন্যরা হলেন- সাব্বিরের মা সুলতানা পারভিন, তার চাচাতো ভাই আরিফুর রহমান আসিফ ও বর্ধনবাড়ি এলাকার একজন চা দোকানদার।