হায়রে রাজনীতি !!!
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বর্তমান রাজনীতির সঠিক কোন সজ্ঞা নাই। যে যেভাবে পারেন সেভাবেই সজ্ঞায়িত করেন। আসলেই বর্তমান সময়ে রাজনীতির সঠিক সজ্ঞা নিরুপন করা খুবই কঠিন। জানিনা রাজনীতির শিক্ষকরা বর্তমানে রাজনীতির কি সজ্ঞা দাড় করিয়েছেন বা করছেন। আসুন বাস্তব উদাহরনের মাধ্যমে রাজনীতির সজ্ঞা নিরুপনের চেষ্টা করি।
আজ সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, আওয়ামীলীগ সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গারা যখন মিয়ানমারের বৌদ্ধ ও সেনাবাহিনীর নির্যাতনে প্রান বাচাতে বাংলাদেশে আসতে শুরু করে, তখন বিএনপি সরকারের ওপর প্রচন্ডচাপ সৃষ্টি করেছিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য। এমন কি বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল- আওয়ামীলীগ সরকার জালিম সরকার, তারা অমানবিক, আরো কত কিছু বলেছিলেন।
তবে সরকার মানবিক কারনে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হয়। তারপরই প্রথমে হাজার হাজার, তারপর লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে এসে আশ্রয় নেয়। তারপর কিছুদিন পর ইঞ্জিনিয়ারিং ইন্সটিউটে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্য বলেন, রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানো হউক। আজ বেগম খালেদা জিয়া টেকনাফে ত্রান বিতরনকালে বলেন, সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। তিনিও অবিলম্বে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর জন্য সরকারকে বলেছেন। তাহলে বেগম খালেদা জিয়া ও তার দলের লোকেরা কেন সেদিন রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের ওপর চাপ সৃস্টি করেছিলেন? আবার এখন কেনোইবা বলছেন রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানো হউক। তাহলে এবার রাজনীতির কি সজ্ঞা দিবেন বা কি দেওয়া উচিৎ?