শয়তান-২ নামের অতি শক্তিশালী ব্যালাষ্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পারমানবিক শক্তিধর দেশ রাশিয়া শয়তান-২ নামের একটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপনাস্ত্রের ধ্বংস ক্ষমতা জাপানের হিরুশিমায় ২য় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে বোমা ফেলেছিল তার হাজার গুন বেশী। এর একটি দিয়েই গোটা যুক্তরাজ্যকে ধ্বংস করা যাবে।
ক্ষেপনাস্ত্রটিতে ১২টি নিউক্লিয়ার ওয়ারহেড বসানোর ব্যবস্থা রয়েছে। গত বৃহস্পতিবার এই ক্ষেপনাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয় রাশিয়া থেকে ৮০০ কি.মি. দুরে অবস্থিত মহাকাশকেন্দ্র প্লেসটেক কসমোড্রোম থেকে। লক্ষবস্তুতে আঘাত হানার আগে এটি প্রায় ৩৬০০ কি.মি. পথ আকাশে উড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।