সমুদ্রের চরম প্রতিকুলতা মোকাবেলা করে ফিরে এলেন দুই তরুনী

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দুই তরুনী হনলুলু থেকে তাহিতিতে যাওয়ার জন্য ইঞ্জিনের নৌকায় করে যাত্রা করেছিলেন। সাথে তাদের পোষা কুকুরও ছিল। মাঝ সমুদ্রে নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও তারা ইঞ্জিনটি চালু করতে পারলেন না। ঝড়ো আবহাওয়ার কারনে তাদের মোবাইলও কাজ করছিল না। বেঁচে থাকার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন। এরই মাঝে ৩টি বিশাল আকারেরে সামদ্রিক ঝড়ের কবলে পড়েছিলেন তারা। একটি ঝড়ের ডেউ প্রায় ৩০/৪০ ফুট উচ্চতার ছিলো। এ অবস্থায় প্রতিকুল পরিবেশে ৫ মাস ছিলেন তারা মাঝ সমুদ্রে। তাদের নৌকার চারপাশে বিশালকায় হাঙ্গরও ছিল।

এ সময়ে তারা সাথে থাকা খাবার খেয়ে বেঁচে ছিলেন। এক সময়ে তারা জাপানের দক্ষিন-পূর্বে জাপান থেকে প্রায় ৯কিলোমিটার দূরে অবস্থান করছিলেন যা তাদের গন্তব্য স্থান থেকে প্রায় ৫০০০ কিলোমিটার দূরে। অবশেষে তাইওয়ানের মৎস্যজীবীরা তাদেরকে দেখতে পেয়ে উদ্ধারকারী দলকে খবর পাঠায়। ইউএস নৌবাহিনীর লোক এসে তরুনীদ্বয় ও তাদের পোষা কুকুরকে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *