নরসিংদীর শিবপুরে মোবাইল চোর সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদীর শিবপুরে আজিজা খাতুন নামে এক কিশোরীকে মোবাইল চুরীর সন্দেহে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত আজিজার বাবা আব্দুস সাত্তার জানান, কয়েকদিন আগে আজিজার চাচী বিউটি বেগমের একটি মোবাইল ফোন হারিয়ে গেলে প্রথম থেকেই তিনি আজিজাকে সন্দেহ করে আসছিলেন। তারই জেরে তিনি শুক্রবার সন্ধ্যায় হাত বেধে আজিজার গায়ে আগুন লাগিয়ে দেন। আহত অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হলে আজ সকালে তার মৃত্যু হয়।