ব্যাটিংয়ে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ

স্ফোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সাউথ আফ্রিকার বিপক্ষে ১ম টি-২০ ম্যাচে ১৯৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। এর আগে সাউথ আফ্রিকা টস জিতে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান করে। জবাবে বাংলাদেশের শুরুটা ভালই হয়েছিল। এক প্রান্তে সৌম্য সরকার ও অপর প্রান্তে ইমরুল কায়েস সাউথ আফ্রিকাকে বেশ ভালই জবাব দিচ্ছিলেন। দলীয় ৪৩ রানের মাথায় ইমরুল কায়েস ১১ বলে ১০ রান করে হেনরিকসের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

বাংলাদেশ ২য় উইকেট হারায় দলীয় ৬৪ রানে। ব্যক্তিগত ৮ বলে ১৩ রান করে সাকিব আল হাসান ক্যাচ দিয়ে আউট হন। সৌম্য সরকার দলীয় ৯২ রানের মাথায় ৩০ বলে ৪৭ রান করে এলবিডাব্লিও হয়ে আউট হন। মুশফিকুর রহিম ১৩ রান আর মাহমুদুল্লাহ ৩ রান করে আউট হন। সাব্বির রহমান ১৬ বলে ১৯ রান করে ক্যাচ দিয়ে আউট হন। ততক্ষনে দলীয় রান ১২৪। তারপর সাইফুদ্দিন মানিক মিরাজকে সাথে নিয়ে আলো ছড়ান। দলীয় ১৪৭ রানের মাথায় মিরাজ পেটারসনের বলে বোল্ড হয়ে আউট হন। সাইফুদ্দিন মানিক একাই লড়ে যান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ২৭ বলে ৩৯ রান করেন। আর ততক্ষনে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৯  উইকেট খরচ করে ১৭৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *