ঘামের সাথে রক্ত ঝড়ছে ইটালীর ২১ বছরের এক নারীর

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঘামের সাথে রক্ত ঝড়ছে ইটালীর এক নারীর! আসলেই কি? নাকি অন্য কিছু? বাস্তবে এমনটি ঘটছে ইটালীর ২১ বছর বয়সের এই নারীর ক্ষেত্রে। তাকে ইটালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা তার এই অবস্থা দেখে অবাক বনে গেছেন। এ ও কি সম্ভব? তবে সব সময় ঘামের সাথে রক্ত ঝড়ে না। যখন তিনি চাপে থাকেন তখনই এমনটি হয়। আর রক্তঝড়া ১ থেকে ৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়।

ঘাম-রক্তের আতঙ্কে নিজেকে একদম সমাজ থেকে বিচ্ছিন্ন করেই রেখেছেন ওই মহিলা। যে কোনও স্থানে এই ঘামের কারণে তাঁকে অপ্রস্তুত হতে হয়। তাই নিজেকে লুকিয়ে রাখাই শ্রেয় মনে করছেন তিনি। কিন্তু শেষমেশ চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন। দেখা যাচ্ছে ঘুমের সময়, বা মহিলা যখন কোনও শারীরিক কাজ করছেন না, তখন এই ঘামের অস্তিত্ব দেখা যায় না। তবে তার এ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক্তাররা তার এ অবস্থা নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *