ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরনে ৩০ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরনে অন্ততঃ ৩০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরনের ফলে আগুন লেগে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাকার্তার তাংগেরাংয়ে অবস্থিত আতশবাজির কারখানাটিতে প্রথম বিস্ফোরনটি ঘটে। তার ৩ ঘন্টা পর দ্বিতীয় বিস্ফোরনটি ঘটে।
সেখানকার পুলিশ জানায়, দূর্ঘটনার পর পুলিশ কারখানার ভিতর থেকে মৃত দেহগুলি বের করে আনে। বিস্ফোরনে ভবনটি পুরাপুরি ধ্বসে গেছে ও ভবনটির ছাদ উড়ে গেছে। মাত্র দুই মাস আগে কারখানাটি এইখানে স্থাপিত হয়।