সেনাবাহিনী মুক্তিপনের টাকাসহ ৭ ডিবি সদস্যকে আটক করেছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কক্সবাজারের টেকনাফে মুক্তিপনের টাকাসহ ৭ ডিবি সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। আজ ভোরে ১৭ লাখ টাকাসহ তাদেরকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার সকালে আব্দুল গফুর নামে এক ব্যবসায়ীকে অপহরন করে আটকে রেখে মুক্তিপন চায় ডিবির ওই দলটি। তারপর মুক্তিপনের ১৭ লাখ টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অতঃপর ওই ব্যক্তি সেনাবাহিনীর কাছে বিষয়টি জানালে সেনা সদস্যরা মুক্তিপনের টাকাসহ ডিবির ওই ৭ সদস্যকে আটক করে। আটককৃতদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।