উদ্ভোধন উপলক্ষে বর্নিল সাঁজে সেঁজেছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের বাকী অংশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্ভোধন করা হবে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের বাকী অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এটি উদ্ভোধন করবেন। আর এই উদ্ভোধন উপলক্ষে রঙ্গিন সাঁজে সেঁজেছে দীর্ঘ প্রতিক্ষীত এই ফ্লাইওভার। রংবেরঙের পতাকা দিয়ে সাঁজানো হয়েছে ফ্লাইওভারটিকে। ফ্লাইওভারটিতে রঙ্গিন আলোর ছটা শুভা পাচ্ছে। এটি এখন চলাচলের জন্য্ সম্পূর্ন উপযুক্ত।

এ উপলক্ষে মৌচাক মার্কেটের সামনে উদ্ভোধনী মঞ্চ তৈরীর কাজ চলছে। মগবাজার, মৌচাক, মালিবাগ ও শান্তিনগরের জামের কথা কমবেশী রাজধানীতে চলাচলকারী সকলেরই ধারনা আছে। এটি মাথায় রেখে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার এই ফ্লাইওভার নির্মান কাজ শুরু করে ২০১৩ সালে। নৈরাশ্যবাদীদের নিরাশা ও সমালোচকদের সমালোনা উপেক্ষা করে সফলভাবে সরকার এই ফ্লাইওভার নির্মান কাজ সম্পূর্ন করেছে। এটি বর্তমান সরকারের আরেকটি মাইলফলক।

এই ফ্লাইওভার চালু হলে রাজারবাগ থেকে বাংলামটর, কাকরাইল থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত যানজট নিরসন হবে। বদলে যাবে এই এলাকার চিত্র।

 

Leave a Reply

Your email address will not be published.