সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলাম আর বেচেঁ নেই
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম আর বেচেঁ নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরন করেন। তিনি এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।
দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারে ভুগছিলেন। কিছুদিন পূর্বে জার্মানীতে তার অপারেশন হয়েছিল। সেখান থেকে তাকে লন্ডনে নিয়ে আসা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন ও তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।