রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে সুষমাকে অনুরোধ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক আজ রবিবার বিকালে শেষ হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সুষমা স্বরাজ বলেন, রাখাইনে রাস্তি রক্ষায় কফি আনান কমিশনের সুপারিশ আমরা সমর্থন করি। শুধু মাত্র রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেওয়ার মাধ্যমেই সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজই দুই দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বেলা পৌনে ২টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান। আজ রাত ২টায় খালেদা জিয়ার সাথে সুষমা স্বরাজের বৈঠকের কথা রয়েছে।