সারা দেশে ভারী বর্ষনে জনজীবন বিপর্যস্ত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারী বর্ষনে রাজধানী ঢাকাসহ সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। বৃহস্পতিবার রাত থেকে এ বর্ষন শুরু হয়। এই বর্ষনে ঢাকার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় লোকজন জরুরী কাজ ছাড়া বাহিরে খুব একটা বের হয়নি।
এদিকে সাগরে চলছে নিন্মচাপ। আর তার প্রভাবেই হচ্ছে বৃষ্টি। আজ কার্তিক মাসের ৫ তারিখ। এই সমেয়ের এই বৃষ্টিকে কার্তিক মাসের কাইত্তানও বলা হয়ে থাকে। এ সময়ে মোটামুটি এ রকম বৃষ্টি প্রতি বছরই হয়ে থাকে। আর এই বৃষ্টি শীতের আগমনী বার্তা বয়ে আনে। বাস্তবে বৃষ্টির সাথে সাথে শীতও অনুভুত হচ্ছে।
Rainyday
Posted by Md Shahadat Hossain Khan on Friday, October 20, 2017