মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি বিলাশবহুল হোটেলে ভয়াবহ আগুন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি বিলাশবহুল হোটেলে ভয়াবহ আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে অন্ততঃ একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। মিয়ানমারের স্থানীয় সময় বুধবার রাত তিনটায় আগুনের সুত্রপাত হলে শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগার পর হোটেলের ১৪০ জন অতিথিকে হোটেলের কর্মীরা উদ্ধার করে অন্য একটি হোটেলে স্থানান্তর করে।
আগুনে হোটেলটি সম্পূর্ন ভষ্মীভুত হয়। আগুন লাগার কারন এখনো জানা যায়নি। হোটেলটির মালিক মায়ানমারের সাবেক সামরিক জান্তার ঘনিষ্ট লোক বলে পরিচিত টে যা। তিনি মিয়ানমারের বিতর্কিত ধনকুবের। হোটেলটির পুরাতন অংশ ১৯৩০ সালে তৈরী। আর নতুন অংশ ৯০ সালের পরে তৈরী।