প্রতমবারের মত দেশে চালু হল পেপল-জুম সার্ভিস
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দেশে প্রথমবারের মত চালু হয়েছে অনলাইনে টাকা আদান-প্রধানের জনপ্রিয় মাধ্যম পেপল-জুম সার্ভিস। আজ সকালে সজিব ওয়াজেদ জয় তা উদ্ভোধন করেন। আর এর মধ্য দিয়ে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হল।
এখন থেকে অতি অল্প সময়ের মধ্যই বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে। মাত্র চল্লিশ মিনিটেই টাকা আনা সম্ভব পেপল একাউন্টের মাধ্যমে। সোনালী ব্যাংকের সাথে জুম নামুক একটি কোম্পানীর টাকা আনার ব্যবস্থা আগে থেকেই চালু ছিল। সম্প্রতি পেপল জুম নামক কোম্পানীটি কিনে নিয়ে তা পেপলের সাথে মার্জ করেছে। উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, পেপ্যাল চালুর মধ্যদিয়ে দেশের তরুণদের মেধা, নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীল মনোভাব দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে। এসময় তিনি মহৎ এই উদ্যোগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।