পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি উত্তর কোরিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার সহকারী রাষ্ট্রদূত কিম ইন রিয়ং বলেছেন, যে কোনও মুহূর্তে পরমাণু হামলা করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ১৯৭০ সাল থেকে পরমাণু হামলার হুমকি দিয়ে রেখেছে উত্তর কোরিয়াকে।
আর এ ক্ষেত্রে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা এতদিন ধরে হামলার হুমকির মধ্যে রয়েছে। আর সে হামলার মোকাবেলা করার জন্যই উত্তর কোরিয়া পাল্টা পরমাণু হামলার প্রস্তুতি নিয়ে রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার সহকারী রাষ্ট্রদূত কিম ইন রিয়ং। তিনি আরও বলেন, আত্মরক্ষায় পরমাণু অস্ত্রের প্রয়োগের সম্পূর্ণ অধিকার পিয়ংইয়ং–এর রয়েছে। তিনি অভিযোগ করেন, আমেরিকা তাঁদের ‘শীর্ষ নেতাকে সরানোর জন্য গোপন পরিকল্পনা’ করেছে। আর এই জন্যই পরমাণু হামলা চালাতে সব সময় প্রস্তুত থাকতে হয় উওর কোরিয়াকে। তিনি বলেন, পুরো আমেরিকা আমাদের নাগালের মধ্যে রয়েছে।