তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক: বিজেপি এমপি সঙ্গীত সোম

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের ক্ষমতাসীন বিজেপির এমপি সঙ্গীত সোম বলেছেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। তিনি তার বক্তদের উদেশ্য এক ভাষনে এ কথা বলেন। আর তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
তিনি আরও বলেন, ‘বিশ্বাসঘাতকরা’ এই তাজমহল তৈরি করেছে। যে ব্যক্তি তাজমহল বানিয়েছেন তিনি নিজে তার পিতাকে অন্তরীণ করে রেখেছিলেন। এটা কে কি আপনারা ইতিহাস বলবেন?” আসলে এই নেতা ভুল ইতিহাস বলেছেন। সম্রাট সাজাহান তার পিতাকে বন্দি করে রাখেননি। তা করেছিলেন তার ছেলে আরঙ্গজেব।
বিজিপি নেতা আরও বলেন, যে ব্যক্তি তাজমহল বানিয়েছে সে উত্তর প্রদেশ ও হিন্দুস্তানের বহু হিন্দুকে আক্রমণ করেছে। এটাকে কি আপনারা ইতিহাস বলবেন?” সমর্থকদের কাছে প্রশ্ন রাখেন এমপি সঙ্গীত সোম। ২০১৩ সালে তার বিরুদ্ধে মুজফ্ফরনগরে হিন্দু-মুসলিম দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিলো। ওই দাঙ্গায় ৬২ জন নিহত হয়। উত্তর প্রদেশের পর্যটন সংক্রান্ত পুস্তিকা থেকে তাজমহলের নাম বাদ দেওয়ার পর বিশ্বখ্যাত এই সমাধিসৌধটি সম্পর্কে এই মন্তব্য করলেন ক্ষমতাসীন দলের এই এমপি।