কুয়েতে এসি বিস্ফোরনে মা-সন্তানসহ ৫ বাংলাদেশী নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কুয়েতে একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরনে শ্বাস রুদ্ধ হয়ে একই পরিবারের ৫ বাংলাদেশী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল কুয়েত সময় দুপুর ২টায় সালমিয়াতে। এ সময় বাসার বাহিরে থাকায় বাসার মালিক জুনেদ মিয়া প্রানে বেচে যান। তাদের বাড়ী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ।
নিহতরা হলেন, জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, দুই ছেলে ফাহাদ ও ইমাদ এবং দুই মেয়ে জামিলা ও নামিলা। জুনেদ মিয়া স্ত্রী রোকেয়া বেগম ও ৪ সন্তান নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতের সালমিয়াতে বসবাস করছেন।