প্রধান বিচারপতি এসকে সিনহা ও বিএনপির গোপন পরিকল্পনা নস্যাৎ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সাম্প্রতিককালে প্রধান বিচারপতি এসকে সিনহার কিছু বক্তব্য ও শোড়ষ সংশোধনী বাতিলের রায় নিয়ে সুপ্রিম কোর্টসহ সর্বত্র আলোচনা চলছে। এই আলোচনায় রস যোগান দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও প্রধান বিরোধী দল বিএনপি।  আর ইতিমধ্যই প্রধান বিচারপতিকে কেন্দ্র করে অনেকগুলি নাটকীয় ঘটনা ঘটে গেছে।

সুপ্রিম কোর্টের অবকাশের পর খোলার কয়েকদিনের মধ্যই এসকে সিনহা রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির দরখাস্ত করলে তা মঞ্জুর হয়। হঠাৎ নতুন করে এক মাসের ছুটি নেওয়াতে বিএনপিপন্থী আইনজীবীরা বেশ হতাশ হয়ে পড়ে। বারের নেতা জয়নাল আবেদিনের নেতৃত্বে বিএনপন্থী কিছু সিনিয়র আইনজীবী প্রধান বিচারপতির বাস ভবনে দেখা করতে যেয়ে অবশেষে ফিরে আসেন। নিরাপত্তা কর্মীরা তাদের প্রবেশ করতে দেয়নি। তারা বলেন, প্রধান বিচারপতিকে জোড় করে ছুটিতে পাঠানো হয়েছে। তাতে বিচার বিভাগের স্বাধীনতাও হরন করা হয়েছে বলে তারা মন্তব্য করেন। এ নিয়ে আরো অনেক কল্প কাহিনী বলে গেলেন।

বিএনপি ও বিএনপিপস্থি আইনজীবীদের গতিবিধি, কথাবার্তা ও আচরনে এমন মনে হয় যেন প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াতে বিএনপির ভীষন ক্ষতি হয়েছে। প্রধান বিচারপতি হিসাবে যখন এসকে সিনহাকে নিয়োগ দেওয়া হয় তখন বিএনপিসহ তাদের মিত্ররা সিনহাকে মেনে নিতে পারেনি। তখন এই নিয়োগ নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছিল। বিশেষ করে মুসলিম ম্যজরিটির দেশে মাইনরিটি থেকে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক চলছিল বিরোধী শিবির থেকে। তখন যারা বিরোধীতা করেছিল তারাই আবার সিনহার জন্য মায়া কান্না করছে এখন। তাহলে কি বিচারপতি সিনহার সাথে বিএনপির কোন গোপন আতাত হয়েছিল। তাহলে প্রশ্নত আসতেই পারে সরকারকে বেকায়দায় ফেলতে কি প্রধান বিচারপতির সাথে বিএনপির কোন আতাত হয়েছিল? আসলে রহস্যটা কি জাতি জানতে চায়। এ রহস্যের জবাব এডভোকেট জয়নাল আবেদীনসহ তার সথীর্তরা দিতে পারবেন বলে অনেকেই মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *