নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপির ২০ দফা প্রস্তাব পেশ
নিউজ ডেস্কঃ বিডিখবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনের সাথে সংলাপে ২০ দফা প্রস্তাব পেশ করেছে। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সাথে সংলাপে এ প্রস্তাব পেশ করে।
এর মধ্য প্রধান দুটি প্রস্তাব হল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেওয়া। তবে এ দুটি প্রস্তাবের কোনটিই নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্য পড়ে না। নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে অনুষ্টিত হবে তা সংবিধানেই বলা আছে। আর নির্বাচন কমিশন ভেঙ্গে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে নেই। এটি রয়েছে সরকার ও সংসদের হাতে। আর এ বিষয়ে সংবিধানে বিশদ বলা আছে। কাজেই নির্বাচন কমিশনের কাছে এ জাতীয় প্রস্তাব দেওয়া অসাংবিধানিক কাজ।