অ্যান্টার্কটিকায় দেখা মিললো সুবিশাল গর্তের যার আয়তন বাংলাদেশের অর্ধেক

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ত্রিশ হাজার বর্গমাইলের এক গর্তের সন্ধান মিলেছে বরফের দেশ অ্যান্টার্টিকায়। যাতে অনায়াসে ঢুকে যাবে বাংলাদেশের অর্ধেকের বেশী। এর আগে এত বড় গর্তের হদিশ আর মেলেনি সেখানে। দক্ষিণ মেরুর পুরু বরফের চাদরের তলায় প্রায় ৪০ বছর লুকিয়ে থাকার পর আবার উপগ্রহের ক্যামেরায় ধরা দিয়েছে সেই সুবিশাল গর্ত। গর্তের গভীরতা কতটা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।
৩০ হাজার বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে থাকা সেই গর্তটির হদিশ মিলেছে যে জায়গায়, সেই জায়গাতেই রয়েছে অ্যান্টার্কটিকার গভীর ওয়েডেল সমুদ্র। তাই গর্তটির গভীরতা খুব কম নয় বলে়ই ধারণা বিজ্ঞানীদের।