ম্যারাথনে দৌড়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ম্যারাথনে দৌড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন তিউনিশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। ক্যান্সার আক্রান্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করতে ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। তবে তিনি দৌড় শুরুর পরই হার্ট অ্যাটাকে মৃত্যুরবণ করেন। স্লিম চাকের নামের এই মন্ত্রীর বয়স ছিল ৫৬ বছর।
জানা যায়, প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে একটি সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, একটি মহৎ মানবিক কাজ করার সময় তিনি মৃত্যু বরণ করেন। এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল শিশুদের জন একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য অর্থ সংগ্রহ করতে।