ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১০ জনের প্রানহানি

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভয়াবহ দাবানলে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দাবানলে ওয়াইনের বিশাল এলাকা জ্বলছে। দাবানল আরো ব্যপকভাবে ছড়িয়ে পড়ছে। এরই মধ্য ওই এলাকার ১৫ শত স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে। দাবানলের হাত থেকে বাঁচতে ইতিমধ্য বিশ হাজার লোক এলাকা থেকে অনত্র চলে গেছে।
ক্যালিফর্নিয়ার গভর্নর সেখানে জরুরী অবস্থা ঘোষনা করেছে। ক্যালিফোর্নিয়ার ওয়াইন এলাকার জঙ্গলে ব্যাপক এ দাবানলের কারণে এরই মধ্যে প্রায় দেড় হাজারের মতো স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরী অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় বলা হয়েছে, ” দাবানলের কারণে অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং হাজার-হাজার বাড়ি হুমকির মুখে আছে। এজন্য হাজার-হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেবার প্রয়োজন।”
সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন এতো বড় আগুনের শিখা আর কখনো দেখা যায়নি। তবে কিভাবে দাবানলের সূচনা হয়েছিল তা এখনো জানা যায়নি। দাবানলের তীব্রতা এবং বিস্তৃতির কারণে দমকল কর্মীরা তাদের কাজ পুরোপুরি করতে পারছেন না। শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারনে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। জানা যায় ক্যালফর্নিয়ায় এর আগে বিভিন্ন সময়ে দাবানলে প্রায় ৭০ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে আরো অনেক জাগায় দাবানলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।