যশোরের নওয়াপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
যশোর শহরের নওয়াপাড়ায় একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গি অবস্থানের তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১১টা থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। সকালে যশোরের পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়া্ট ও বোম্ব ডিসপোজাল ইউনিট ইতিমধ্য ঘটনাস্থলে পৌছেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে জঙ্গিদের আত্নসমর্পনের জন্য বলবে। তাতে কাজ না হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হবে।
শিশু ও নারীসহ জঙ্গিরা বাড়িটিতে অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। বাড়ির মালিক বাবলি নামের এক মহিলা। তার বাড়িতে মশিউর রহমান নামে এক বাড়াটিয়া স্বপরিবারে থাকেন। তার বাড়ি কুষ্টিয়ায়। সন্দেহভাজন এই জঙ্গি একটি হারবাল কোম্পানীতে চাকরী করেন।