সোনার সিড়ি দিয়ে বিমান থেকে নামলেন সৌদি বাদশা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সৌদি আরবের বাদশা রাষ্ট্রীয় সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন। তিনি বিলাসবহুল রাজকীয় বিমানে রাশিয়া যান। তার সাথে আছে ১৫ শত সদস্যের প্রতিনিধি দল। শুধু তাই নয়, তিনি বিমান থেকে নামার জন্য সোনার তৈরী সিড়িটিও সাথে করে নিয়ে যান। সেই সিড়ি দিয়েই তিনি বিমান থেকে নামার সময় সিড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রাজার মেজাজটাও তখন রাজার মতই হয়ে যায়।রাজাকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়ার জন্য বিলাশবহুল রাজকীয় গাড়ী ব্যবহার করা হয়। এই গাড়ীগুলি আগেই রশিয়ায় নিয়ে আসা হয়েছে। ১৫ শত সদস্যের সফর সঙ্গী নিয়ে থাকার জন্য রাশিয়ার দুটি বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়। রাজা সাথে করে ৮০০ কেজি খাবারও নিয়ে যান। সাথে নিয়ে যাওয়া বাবুচীরাই রান্না করছে।
এই সফরে রাশিয়া থেকে অস্ত্র কেনার জন্য চুক্তি হবে। আর রাশিয়া সৌদি আরব থেকে তেল ক্রয় নিয়ে আলোচনা করবে। রাজার এই সফর আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।