মাত্র ৯০ রানে বাংলাদেশের ২য় ইনিংস শেষ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ১ম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের খেলা মাত্র ৯০ রানে গুটিয়ে গেল। আর ৩৪.৪ ওভার বল খেলে এই রান করে টাইগাররা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথম ওভারেই তামিম ইকবাল ও মনিনুলের উইকেট হারায় দলীয় ০ রানে। তারপর ইমরুল কায়েস ও অধিনায়ক মুশফিকুর রহিম চাপ সামলে রানের চাকা সচল রাখেন। দলীয় ৪৯ রানের মাথায় ইমরুল কায়েস আউট হন। তারপর বৃষ্টির কারনে গতকাল আর খেলা হয়নি। আজ আবার খেলতে নেমে দলীয় ৫৫ রানের মাথায় মুশফিকুর রহিম তার উইকেট বিশর্জন দেন। আজ মাত্র সকলে মিলে ৪১ রান যোগ করেন। ফলে প্রথম টেস্টে সাউথ আফ্রকার কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে সূচনীয় পরাজয় বরন করে টাইগাররা।

রান

তামিম ইকবাল-০, ইমরুল কায়েস-৩২, মমিনুল হক-০, মুশফিকুর রহিম-১৬, মাহমুদুল্লাহ-৯, লিটন দাস-৪, সাব্বির রহমান-৪, মেহেদী হাসান (অপরাজিত)-১৫, তাসকিন আহমেদ-৪, সফিউল ইসলাম-২ ও মুস্তাফিজুর রহমান-১।

সাউথ আফ্রিকা- ৪৯৬/৩ ডি. ও ২৪৭/৬ ডি.

বাংলাদেশ-৩২০ ও ৯০ (৩২.৮ ওভার)

সাউথ আফ্রিকা ২ ম্যাচের টেষ্ট সিরিজে ১-০ এগিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *